top of page

পান খেতে বেরিয়ে নিখোঁজ কাপড় ব্যবসায়ী

৪৮ ঘণ্টা পেরিয়েছে। এখনও খোঁজ মেলেনি কাপড় ব্যবসায়ীর। বাড়ি থেকে পান খেতে যাওয়ায় যেন কাল হয়ে উঠল। এনিয়ে ইতিমধ্যে পরিবারের লোকজন পুলিশে মিসিং ডায়ারি করেছেন। পুলিশের তরফেও ওই ব্যবসায়ীর খোঁজ শুরু করা হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে রহস্যের দানা বেঁধেছে হরিশ্চন্দ্রপুর জুড়ে।


নিখোঁজ ব্যবসায়ীর নাম সঞ্জয়কুমার আগরওয়ালা (৪৮)। বাড়ি ভালুকা বাজার এলাকায়। বাড়ি সংলগ্ন এলাকাতেই তাঁর জামাকাপড়ের দোকান। পান খাওয়ার নেশা থেকেই রবিবার বিকেলে পান খেতে গিয়েছিলেন তিনি। বাড়ির পাশে হওয়ায় মোবাইল ফোনটা পর্যন্ত সঙ্গে নিয়ে যাননি। এরপর থেকে আর খোঁজ মিলছে না ওই ব্যবসায়ীর। চারিদিকে খোঁজাখুঁজি করে সঞ্জয়বাবুর খোঁজ না মেলায় শেষ পর্যন্ত পুলিশে মিসিং ডায়ারি করেছেন পরিবারের লোকজন।



সঞ্জয়বাবুর বাবা ওমপ্রকাশ আগরওয়ালা জানান, রবিবার বিকেলে ছেলে বাড়িতে চা খেতে এসেছিল। তখনও চা না হওয়ায় ছেলে দোকানে পান খেতে যায়। তারপর থেকে ছেলের আর খোঁজ পাওয়া যায়নি। পুলিশে মিসিং ডায়ারি করা হয়েছে। ছেলেকে অপহরণ করা হয়েছে কিনা তা পুলিশি তদন্তের পর বলা যাবে। তবে ছেলের সঙ্গে কারও ঝামেলা ছিল না।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page