ইংরেজবাজারে আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী গ্রেফতার
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 27, 2019
- 1 min read
Updated: Aug 17, 2020
ইংরেজবাজার পুলিশের সহযোগিতায় হাওড়া রেলপুলিশ গতকাল রাতে শহরের বালুচরে হানা দিয়ে এক ভিনরাজ্যের দুষ্কৃতীকে গ্রেফতার করল। ধৃতের হেপাজত থেকে আগ্নেয়াস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত যুবকের নাম ছোটেলাল পোদ্দার (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জুন বর্ধমান রেল পুলিশ থানায় চলন্ত ট্রেনে ডাকাতির ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়৷ তদন্তের সূত্র ধরে গতকাল হাওড়া রেলপুলিশের একটি দল মালদায় এসে পৌঁছয়৷ ইংরেজবাজার থানার পুলিশের সহযোগিতায় গতকাল রাতেই মালদা শহরের বালুচর এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে৷ ধৃতের হেপাজত থেকে একটি ৭ মিলিমিটার পিস্তল, দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড কার্তুজ, দুটি ল্যাপটপ ও ৪টি দামি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে৷ পুলিশি জেরায় ধৃত জানিয়েছে, ট্রেন ডাকাতির ঘটনায় সে জড়িত৷ তবে ডাকাতির টাকা, সোনার গহনা তার দলের লোকজনের কাছে রয়েছে৷ আজ সকালে তাকে নিয়ে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিয়েছে রেলপুলিশের দলটি৷
প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন
Comments