ইংরেজবাজারে টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতী, লোকেশন ট্র্যাক করে ধৃত এক
ইংরেজবাজার শহরের ঝলঝলিয়া এলাকার হরিজনপাড়া থেকে এক ছিনতাইকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধৃতের নাম বিকাশ হরিজন (২০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধেয় ঝলঝলিয়া এলাকায় মমতাজ শেখ নামে এক ব্যক্তির পথ আটকে কয়েকজন দুষ্কৃতী ২৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সমস্ত ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন মমতাজ। ঘটনার তদন্ত শুরু করে, মোবাইলের লোকেশন ট্র্যাক করে বিকাশ হরিজনকে গ্রেফতার করে পুলিশ।
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ধৃতের হেপাজত থেকে কিছু টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনায় আরও একজন জড়িত রয়েছে। ওই দুষ্কৃতীর খোঁজ চলছে। ধৃতকে আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments