মাদক খাইয়ে সর্বস্ব লুঠ, তদন্তে পুলিশ
মাদক খাইয়ে ভিনরাজ্য ফেরত যুবকের সর্বস্ব লুঠ করল দুষ্কৃতীরা। রাস্তা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভরতি করে স্থানীয় বাসিন্দারা। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচকের এনায়েতপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে এনায়েতপুর স্ট্যান্ডে গাড়ি থেকে নেমেই রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে এক যুবক। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ওই যুবককে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভরতি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। স্থানীয়দের একাংশের অনুমান, ভিন রাজ্য থেকে ট্রেনে করে মালদায় আসার পর গাড়ি ধরে বাড়ির দিকে যাচ্ছিলেন ওই যুবক। ট্রেনে বা গাড়িতে মাদকদ্রব্য কিছু খাইয়ে তাঁর সর্বস্ব লুঠ করা হয়েছে। ওই যুবকের সাথে একটি ব্যাগ রয়েছে। তবে সেখানেও তাঁর পরিচয়পত্র কিছুই পাওয়া যায়নি। পুরো বিষয়টি মানিকচক থানার পুলিশকে জানিয়েছে স্থানীয়রা।
[ আগের খবরঃ ট্রেনেই প্রসব, ফোন পেয়ে ছুটে এল মেরি সহেলি টিম ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments