top of page

হবিবপুরে উদযাপিত হল বিশ্ব আদিবাসী দিবস

মালদা জেলার বামনগোলা, হবিবপুর ও গাজোল ব্লকের আদিবাসীদের নিয়ে হবিবপুরে উদযাপিত হল বিশ্ব আদিবাসী দিবস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল সহ অন্যান্য প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। এদিনের অনুষ্ঠানে আদিবাসী ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান, বিআর আম্বেদকর মেধা পুরস্কার প্রদান, মহিলাদের আনন্দধারা, কৃষকদের চেক, বয়স্ক ব্যক্তিদের ভাতা প্রভৃতি সরকারি সুযোগ সুবিধে আদিবাসীদের হাতে তুলে দেওয়া হয়।Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page