মালদা টাউন হলে অনুষ্ঠিত হল শিশু সুরক্ষা সচেতনতা শিবির
জেলার শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে বৃহস্পতিবার মালদা টাউন হলে শিশু সুরক্ষা সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। প্রদীপ প্রজ্জলন এবং উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন চৈতালি সরকার সহ অন্যান্য অতিথিরা। এদিনের সচেতনতা শিবিরে শিশু সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই বিষয়ে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন চৈতালি সরকার জানান, শিশুদের সঙ্গে ঘটনা অপ্রত্যাশিত ঘটনা থেকে শিক্ষা নিয়ে শিশুদের ও অভিভাবকদের সচেতন করতেই এই শিবিরের আয়োজন করা হয়েছে।
Comments