top of page

নাবালিকাকে ধর্ষণ করে খুন, শাস্তির দাবিতে অবরোধ

কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ। দোষীর শাস্তির দাবিতে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তোলার চেষ্টা করে ব্যর্থ হয় পুলিশ। এরই মধ্যে অভিযুক্ত যুবক থানায় আত্মসমর্পণ করে। পুলিশ আইন অনুযায়ী দোষীর শাস্তির কথা বললে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।


নির্যাতিতা নাবালিকা (১৪) স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পাঠরত ছিল। তার বাবা মেলায় ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সকালে একটি গ্রামে মহরমের মেলায় আইসক্রিম বিক্রি করতে যান ওই নাবালিকার বাবা-মা। বাড়িতে ছোটো ভাইকে নিয়ে একাই ছিল ওই কিশোরী। গতকাল রাতে দুই ভাইবোন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে টিনের চালায় ঢিল পড়ার শব্দে ঘুম ভাঙে ওই কিশোরীর। খানিক সময় পরে টিনের চালায় আবার একটি ঢিল পড়ে। এবার দরজা খুলে বাইরে বেরোয় ওই কিশোরী। সেই সুযোগে এলাকার এক যুবক ওই কিশোরীকে বাড়ির পেছনে পুকুর পাড়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর পুকুরের জলে মুখ ডুবিয়ে ওই নাবালিকাকে খুন করে সে। মৃতদেহটি ফিরিয়ে এনে বাড়ির বারান্দায় ফেলে চম্পট দেয় ওই যুবক।


ree

আজ ভোরে স্থানীয় বাসিন্দারা বাড়ির বাইরে কিশোরীর মৃতদেহ দেখতে পান। নিমেষে সেই খবর চাউর হয়ে যায় পুরো এলাকায়। ধর্ষক ও খুনির শাস্তির দাবিতে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে চলতে থাকে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিবপুর থানার পুলিশ। খানিক সময় পর ওই যুবক নিজেই থানায় আত্মসমর্পণ করে। পরে ওই কিশোরীর বাবা-মা বাড়িতে ফিরে এসে থানায় ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করেন।


হবিবপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত থানায় আত্মসমর্পণ করেছে৷ পুলিশি জেরায় সে নিজের কৃতকর্মের কথা স্বীকার করেছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃত যুবককে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page