বাবার বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ নাবালিকা মেয়ের
- আমাদের মালদা ডিজিট্যাল

- Jul 15
- 1 min read
কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। সমস্ত ঘটনা জানিয়ে বাবার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই কিশোরী নিজেই। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার একটি গ্রামে। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে ওই নাবালিকার শারীরিক পরীক্ষা করিয়ে গোপন জবানবন্দির ব্যবস্থা করেছে পুলিশ।
অভিযুক্ত বাবা (৩৬) পেশায় দিনমজুর। একটি দুটি নয়, সাতটি বিয়ে করেছেন তিনি। সাত স্ত্রীকে নিয়েই থাকেন তিনি। সংসারের খরচ সামলাতে এগিয়ে আসতে হয় স্ত্রীদেরও। দিনমজুরের দ্বিতীয় স্ত্রীর ১৪ বছরের মেয়ে বাবার বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন।
ওই কিশোরী জানাচ্ছে, এর আগেও বাবা আমার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছিল। রবিবার দুপুরে মা বাইরে কাজে গিয়েছিলেন। আমি ঘরে ঘুমোচ্ছিলাম। সেই সময় বাবা ঘরে ঢুকে আমার মুখে কাপড় বেঁধে দেয়। তারপর আমাকে ধর্ষণ করে। মা বাড়ি ফিরে আসার পর সমস্ত ঘটনা জানাই। লজ্জায় প্রথমে মা চুপ করে গিয়েছিলেন। কিন্তু পরে মা আমাকে থানায় অভিযোগ জানাতে বলেন। মায়ের কথা মত গতকাল সন্ধেয় আমি পুলিশে অভিযোগ দায়ের করেছি। পুলিশ বাবাকে গ্রেপ্তার করেছে।

ওই কিশোরীর মা জানান, স্বামী যে কাজ করেছে তা ভাবতে পারছি না। আমি ওর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। আমি চাই ওর ফাঁসি হোক।
অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তের সাতটি বিয়ে হওয়ায় এই ঘটনার পেছনে পারিবারিক কোনও বিবাদ থাকতে পারে বলেও মনে করছেন তদন্তকারী অফিসাররা। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে পকসো ধারায় মামলা রুজু করে ধৃতকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে৷ ওই নাবালিকার শারীরিক পরীক্ষা করিয়ে গোপন জবানবন্দির ব্যবস্থা করা হচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments