ভাঙন পরিদর্শনে এসে মন্ত্রীর পিকনিক, মন্তব্য সুকান্তর
- আমাদের মালদা ডিজিট্যাল

- Aug 2
- 1 min read
মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদার গঙ্গা ভাঙন পরিদর্শনে এসেছেন রাজ্যের দমকলমন্ত্রী। আর তাঁর সফরের ছবি পোস্ট করে প্রশ্ন তুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার৷ সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, লঞ্চে মন্ত্রীকে ঘিরে বসে রয়েছেন বিধায়ক, শাসকদলের নেতানেত্রী, প্রশাসনিক কর্তারা। সেখানে টেবিলে সাজানো খাবার। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আমাদের মালদা। আর এই ভিডিয়োর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সুকান্ত লিখেছেন, এটাই হল বন্যা পরিদর্শনের নতুন তৃণমূলি মডেল! একদিকে মালদার রতুয়া এলাকার একাধিক প্রান্ত জলমগ্ন, সাধারণ মানুষ বন্যা পরিস্থিতির মধ্যে চূড়ান্ত দুর্ভোগ যন্ত্রণায় দিন কাটাচ্ছেন, অন্যদিকে তৃণমূলের নেতা-মন্ত্রী এবং সরকারি আমলারা লঞ্চে বসে জোরদার শ্রাবণের পিকনিক করছেন।
শনিবার মালদার মানিকচক ও রতুয়ায় ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখেন দমকলমন্ত্রী সুজিত বসু। পরে দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিলি করেন তিনি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ফোন করে মুর্শিদাবাদ ও মালদার বন্যা ও ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন৷ তিনি আমাকে সঙ্গে করে শুকনো খাবার নিয়ে আসারও নির্দেশ দিয়েছিলেন৷ এখানে দেখলাম, সেচ দফতরের ইঞ্জিনিয়াররা নদী ভাঙন প্রতিরোধের কাজ করছেন৷ তাঁরা জানিয়েছেন, এখানে আট কোটি, অন্য জায়গায় আরও ১৫ কোটি টাকার কাজ তাঁরা করবেন৷ যে কাজ ভারত সরকারের করার কথা, সেই কাজ বিজেপি সরকার করে না৷ এই কাজ রাজ্য সরকারকে করতে হচ্ছে৷ ভাঙনে যেসব বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তার তালিকা জেলাশাসকের কাছে পাঠানো হয়েছে৷ ওটা দেখা হবে৷
সুকান্ত পোস্ট নিয়ে সুজিতের প্রতিক্রিয়া, কোথায় পিকনিক দেখলেন? লঞ্চে আমরা পিকনিক করছিলাম? বিজেপির কোনও কাজ আছে নাকি? আমরা পিকনিক করতে এসেছি নাকি মানুষকে সহযোগিতা করতে এসেছি সেটা ছবি বলবে৷ বিজেপির কথায় গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments