ফ্ল্যাট নিয়ে প্রতারিত হলে ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগের পরামর্শ মন্ত্রীর
হেলে যাওয়া ফ্ল্যাটবাড়ির মালিকরা প্রোমোটারের বিরুদ্ধে রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরে আবেদন জানাতে পারেন৷ আগামী এক বছরের মধ্যে তাঁদের সুবিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করা হবে৷ মঙ্গলবার মালদায় একথা জানালেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র৷ এদিন থেকে মালদা শহরে শুরু হওয়া ক্রেতা সুরক্ষা মেলার উদ্বোধনে এসে এই মন্তব্য করেন তিনি৷

বিপ্লববাবু বলেন, মানুষ কোনওভাবে প্রতারিত হলে আমাদের দফতরে অভিযোগ দায়ের করতে পারেন৷ আমার দফতরের কাজ ঠকে যাওয়া মানুষকে বিচার পাইয়ে দেওয়া৷ কোনও মানুষ যেন প্রতারিত না হন, তাঁর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, কারও সাংবিধানিক অধিকার যেন লঙ্ঘিত না হয়, সেটা দেখা এবং মানুষকে সাহায্য করার দায়িত্ব আমাদের দফতরের৷ যে মানুষটি হেলে পড়া ফ্ল্যাট কিনেছেন, তাঁকে অভিযোগ জানাতে হবে৷ কারণ, তিনি প্রতারিত হয়েছেন৷ তাঁকে ভুল বুঝিয়ে সেই ফ্ল্যাট বিক্রি করা হয়েছে৷ কারণ, এই ফ্ল্যাটগুলির ভিতই সঠিকভাবে তৈরি হয়নি৷ সরকার প্ল্যান পাশ করে সেটা ঠিক৷ কিন্তু অনেকে সমস্ত নিয়মকানুন মেনে নকশা তৈরি করেন না৷ প্রতারিত মানুষ অবশ্যই বিচার চাইবে৷ সেই অধিকার তাঁদের রয়েছে৷ অন্য প্রতারণার ক্ষেত্রে যেভাবে আমার দফতর মানুষকে বিচার পাইয়ে দেয়, এক্ষেত্রেও সেটা করা হবে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments