top of page

টেস্ট হচ্ছে না কোয়রান্টিনে, অভিযোগে পথ আটকাল শ্রমিকরা

Updated: Sep 15, 2020

খাদ্য ও পরিসেবা সঠিক না মেলায় কোয়রান্টিন সেন্টার থেকে বেরিয়ে পথ অবরোধ করল পরিযায়ী শ্রমিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মোথাবাড়ির বাবলা কমলপুর এলাকায়।

পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, স্থানীয় একটি মাদ্রাসায় কোয়রান্টিন সেন্টার করে ভিনরাজ্য ফেরত শ্রমিকদের সেখানে রাখা হয়েছে। অনেক শ্রমিকের করোনার পরীক্ষাও করানো হয়নি। শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়নি। অনেকের পরিবারের লোকজন কোয়রান্টিন সেন্টারে খাবার নিয়ে আসছে। পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসা পরিসেবা না মেলায় কোয়রান্টিন সেন্টার থেকে বেরিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে পরিযায়ী শ্রমিকরা।




এদিকে, ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মোথাবাড়ি থানার পুলিশ ও জয়েন্ট বিডিও। বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন দুই আধিকারিক। দুই আধিকারিকের আশ্বাসে অবরোধ তুলে কোয়রান্টিনে ফিরে যায় পরিযায়ী শ্রমিকরা।



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page