ট্রেন থেকে পড়ে মৃত্যু! মেলা দেখা হল না পরিযায়ীর
top of page

ট্রেন থেকে পড়ে মৃত্যু! মেলা দেখা হল না পরিযায়ীর

গ্রামের মেলা দেখতে ভিনরাজ্য থেকে বাড়ি ফিরছিলেন পরিযায়ী শ্রমিক। পথেই চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু। ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের বিলাশপুর স্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনার পর থেকে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।



মৃত শ্রমিকের নাম ছোটন আলি (১৮)। বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের মহেন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত মাস আগে মুম্বাইয়ে প্যান্ডেলের পাইপ তৈরির কারখানায় কাজ করতে যায় ছোটন। আগামী মাসে গ্রামে মেলা রয়েছে। সেই মেলা দেখার জন্য বাড়ি ফিরছিল ছোটন। পরিবারের সদস্যদের দাবি, ফোন মারফত তাঁরা জানতে পারেন বৃহস্পতিবার রাত নটা নাগাদ ছত্তিসগড়ের বিলাশপুর রেল ষ্টেশন সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে যায় ছোটন। রেল পুলিশ তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়পুর ডিকেএস হাসপাতালে নিয়ে যায়। শনিবার মধ্যরাতে মৃত্যু হয় ছোটনের। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয় মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে ছোটন ট্রেন থেকে পড়ে গেল তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে পরিবারের লোকজন।


এদিকে, ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছোটনের কফিন বন্দি মৃতদেহের জন্য চেয়ে রয়েছে পরিবারের লোকজন।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page