top of page

ভিন রাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু যুবকের

ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু যুবকের। মৃত যুবকের নাম সঞ্জয় ওঁরাও (২৪)। বাড়ি চাঁচল ২ ব্লকের মালতিপুর পঞ্চায়েত এলাকায়।


পরিবার সূত্রে জানা গেছে, সংসারের অভাব মেটাতে বৃদ্ধ বাবা-মাকে বাড়িতে রেখে কাজের খোঁজে হিমাচল প্রদেশে গিয়েছিলেন সঞ্জয়। সেখানে নির্মাণ কর্মীর কাজও জুটেছিল। কিন্তু সেই উপার্জনের টাকা নিয়ে বাড়ি ফেরা হল না সঞ্জয়ের। বহুতলে কাজ করতে গিয়ে পড়ে মৃত্যু হয় তাঁর। আজ সঞ্জয়ের কফিন বন্দি দেহ বাড়ি ফিরে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন।


প্রতীকী ছবি।

সঞ্জয়ের বাবা লক্ষন ওঁরাও বলেন, দুদিন আগেই ছেলের সাথে ফোনে কথা হয়েছে। তারপরে এই ভাবে ছেলের মৃত‍্যু সংবাদ পাব, ভাবতে পারছি না। স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় ওঁরাও বলেন, পরিবারটি অসহায়। সরকারি সাহায্য মিললে বৃদ্ধ বাবা-মায়ের বাকি জীবন কিছুটা হলেও শান্তিতে কাটবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page