মিড-ডে মিল দুর্নীতিতে নড়েচড়ে বসল প্রশাসন
- আমাদের মালদা ডিজিট্যাল

- Aug 26, 2019
- 1 min read
Updated: Aug 14, 2020
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড-ডে মিলের দুর্নীতির অভিযোগ পেয়েই তদন্তে নামলেন প্রশাসনের কর্তারা। সোমবার তদন্তে যান চাঁচলের মহকুমাশাসক সব্যসাচী রায়, বিডিও অনির্বাণ বসু, সিডিপিও অনুপ সরকার সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।
উল্লেখ্য, কয়েকদিন আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড-ডে মিলের চাল ও ডিম লোপাটের অভিযোগ ওঠে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে আটক করে বিক্ষোভ দেখান অভিযোগের ঘটনা ছড়িয়ে পড়েতেই নড়েচড়ে বসে প্রশাসন। আজ দুপুরে চাঁচলের মহকুমাশাসক সব্যসাচী রায়, বিডিও অনির্বাণ বসু, সিডিপিও অনুপ সরকার সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা এলাকার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তদারকিতে যান। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে কথা বলেন প্রশাসনিক কর্তারা। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে তদন্তের আশ্বাস দেন কর্তারা।













Comments