top of page

মিড-ডে মিলে কারচুপির অভিযোগ, উত্তেজনা চিন্তামণি স্কুলে

মিড-ডে মিল বিলিতে কারচুপির অভিযোগে চিন্তামণি প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ অভিভাবকদের। বৃহস্পতিবার সকাল থেকেই স্কুলে চরম উত্তেজনা তৈরি হয়। পরে স্কুল কমিটির কর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি নির্দেশ উপেক্ষা করে কম পরিমাণে মিড-ডে মিল দেওয়া হচ্ছে। কেন এমন করা হচ্ছে তা তাঁরা জানতে চেয়েছেন। মিড-ডে মিল কর্তৃপক্ষ কোনও সদুত্তর না দেওয়ায় তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্কুল কমিটির কর্তারা। গ্রাহকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। স্কুল কর্তৃপক্ষের দাবি, সরকারি নির্দেশ মেনেই মিড-ডে মিল বিলি করা হয়েছে। মিড-ডে মিল কারচুপির যে অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন।



[ আরও খবরঃ অবৈধভাবে ভারতে প্রবেশ চিনা নাগরিকের, আটক করল বিএসএফ ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page