বিশ্ব রোগী নিরাপত্তা দিবসের আগে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ
top of page

বিশ্ব রোগী নিরাপত্তা দিবসের আগে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ

বিশ্ব রোগী নিরাপত্তা দিবস পালন নিয়ে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বুধবার মেডিকেলের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স হলে এই আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।


আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্ব রোগী নিরাপত্তা দিবস। দিনটিকে সামনে রেখে স্বাস্থ্য দফতরের উদ্যোগে রোগী নিরাপত্তা নিয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মূলত প্রসূতিদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে নজরদারি বাড়ানো সহ নানা বিষয়ে আলোচনা হয় এদিনের অনুষ্ঠানে। এছাড়াও বিভিন্ন বিষয়ে রোগীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাত দিনব্যাপী বিভিন্ন শিবির ও চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হবে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস উপলক্ষ্যে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page