Search
পুজোর আগে সিল্ক পার্ক চালু করতে তৎপর প্রশাসন
- আমাদের মালদা ডিজিট্যাল
- May 30, 2023
- 1 min read
পুজোর আগে পুরোপুরিভাবে চালু হতে চলেছে মালদার সিল্ক পার্ক। সিল্ক পার্ক পুরোপুরি চালু করতে প্রয়োজনীয় পরিকাঠামো সহ একাধিক ইশ্যু নিয়ে আজ জেলা প্রশাসনিকভবনে বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টারের মালদার জেনারেল ম্যানেজার সুমনানন্দ মণ্ডল সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সিল্ক পার্কে উৎপাদন এবং বিপননের ব্যবস্থা থাকবে। এর জন্য সিল্ক পার্কে দুটি ব্লক তৈরি করা হয়েছে। সিল্ক পার্কে তৈরি করা হয়েছে ৫২টি স্টল। ইতিমধ্যে ব্যবসায়ীদের ৩২টি স্টল দিয়ে দেওয়া হয়েছে। দ্রুত এই সিল্ক পার্ক পুরোপুরি চালু করতে আজ জেলা প্রশাসনিকভবনে বৈঠক করা হয়। বৈঠকে সিল্ক পার্কের প্রয়োজনীয় পরিকাঠামোর পাশাপাশি রেশম চাষিদের দাবি দাওয়া নিয়ে বৈঠক করা হয়। সিল্ক পার্কের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ ফাঁড়ির দাবিও উঠে এসেছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments