মুখ্যমন্ত্রীর মালদা সফরের আগে প্রশাসনিক বৈঠক
- আমাদের মালদা ডিজিট্যাল
- Dec 3, 2021
- 1 min read
Updated: Dec 4, 2021
মুখ্যমন্ত্রীর মালদা জেলা সফর এবং বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজ নিয়ে দুই দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরা সহ অন্যান্য আধিকারিকরা।
সাবিনা ইয়াসমিন বলেন, তিন জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। আগামী ৬ তারিখ মালদায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ তারিখে মালদার প্রশাসনিক বৈঠক করবেন তিনি। মুখ্যমন্ত্রীর মালদা সফরের আগে একটা রিভিউ মিটিং করা হলে সকলের সুবিধে হবে। মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন সমস্যা তুলে ধরা যাবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments