কলেজের দত্তক গ্রাম খেড়িবাড়িতে পাকা রাস্তার শিল্যান্যাস
top of page

কলেজের দত্তক গ্রাম খেড়িবাড়িতে পাকা রাস্তার শিল্যান্যাস

খেড়িবাড়ি গ্রাম, মালদা শহর থেকে ১০ কিলোমিটার রাস্তা। ভাবুক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুরোপুরি আদিবাসী অধ্যুষিত একটি গ্রাম। ২০১৭ সালে এই গ্রামটিকে দত্তক নিয়েছিল মালদা কলেজ। তারপর গ্রামে পানীয় জলের ব্যবস্থা, স্কুলের পরিকাঠামোর সংস্কার ইত্যাদি করা হয় মালদা কলেজের পক্ষ থেকে। এবার গ্রামের কাঁচা রাস্তাকে পাকা রাস্তায় পরিণত করার উদ্যোগ নেয় কলেজ কর্তৃপক্ষ। তাঁরা সাংসদের কাছে রাস্তা বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করেন। আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসেন সাংসদ। এদিন মৌসম নূর ওই রাস্তার শিল্যান্যাস করলেন।



কলেজ কর্তৃপক্ষের কাছে পাকা রাস্তার আবেদন জানান গ্রামবাসীরা। কলেজ কর্তৃপক্ষ ওই গ্রামবাসীদের সমস্যার কথা জানান উত্তর মালদার সাংসদকে। সাংসদ আবেদনে সাড়া দিয়ে ২৩ লক্ষ টাকা রাস্তার জন্য বরাদ্দ করেন। এদিন ওই রাস্তার শিল্যান্যাস করেন সাংসদ।

মৌসম বলেন, প্রায় ২৩ লক্ষ টাকা দিয়ে এই রাস্তা তৈরি হবে। খুব তাড়াতাড়ি এই কাজ শুরু হবে। মালদা কলেজ কর্তৃপক্ষ একটা পিছিয়ে পড়া গ্রামকে দত্তক নিয়ে গ্রামের উন্নতি করছে। এটা অত্যন্ত আনন্দের। তিনি কলেজ কর্তৃপক্ষকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page