গোরুচোর সন্দেহে ওল্ড মালদায় এক যুবককে গণপিটুনি
- আমাদের মালদা ডিজিট্যাল
- Sep 4, 2018
- 1 min read
Updated: Mar 15, 2023
গোরুচোর সন্দেহে এক ভুটভুটি চালককে গণপ্রহারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। আক্রান্ত ওই যুবক মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ওল্ড মালদার ভেস্ট পাড়া এলাকায়।
আক্রান্তর নাম সুকুমার চৌধুরি (২৫)। বাড়ি পুরাতন মালদার ভেস্ট পাড়া এলাকায়। আক্রান্তর অভিযোগ, সোমবার সন্ধ্যায় ভুটভুটি বাড়িতে রেখে বাগানের দিকে বেরিয়েছিল সে। এমন সময় রায়পুর এলাকার কয়েকজন গোরুচোর সন্দেহে মারধর শুরু করে তাকে। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে চলছে তাঁর চিকিৎসা। যদিও চিকিৎসাধীন ওই যুবক রাতের অন্ধকারে কাউকে চিনতে পারেনি বলে জানিয়েছেন।
সূত্রের খবর, গত কয়েকদিন ধরে ওই এলাকায় ছাগল, গোরু চুরির ঘটনা বেড়েই চলেছে। সোমবার সন্ধ্যায় ওই ভুটভুটি চালককে গরু চোর সন্দেহে মারধর করে গ্রামের কয়েকজন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে কী কারণে মারধরের ঘটনা তা তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ভিডিয়োঃ কৃতাঙ্ক
Comments