Search
চোর সন্দেহে ইংরেজবাজারে গণপিটুনি যুবককে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Oct 15, 2019
- 1 min read
Updated: Sep 25, 2020
মোবাইল চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠল ইংরেজবাজারে। গতকাল রাতে এই ঘটনাকে কেন্দ্র করে মালদা শহরের বাশুলিতলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে করে মালদা মেডিকেল কলেজে ভরতি করে।
জানা গিয়েছে, গতকাল রাতে মালদা শহরের বাশুলিতলা এলাকায় একটি ওষুধের দোকান থেকে মোবাইল চুরির চেষ্টা করে ওই যুবক। ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। এরপরেই চলতে থাকে গণপ্রহার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করে পুলিশ। ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করার পাশাপাশি শহরের মানুষকে সচেতন করার প্রক্রিয়া শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
Comments