ব্যাটারি চোর সন্দেহে যুবককে গণপিটুনি
ফের মালদায় গণপিটুনির শিকার এক যুবক। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের যদুপুর এলাকায়। আক্রান্ত যুবককে উদ্ধার করে মালদা মেডিকেলে পাঠিয়েছে পুলিশ।
আক্রান্ত যুবকের নাম বেলাল শেখ। বাড়ি কালিয়াচকের সুজাপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে স্থানীয় লোকজন এক যুবককে ব্যাটারি চোর সন্দেহে ধরে ফেলে। চলতে থাকে উত্তম মধ্যম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। ক্ষিপ্ত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আক্রান্ত যুবকের বিরুদ্ধে এর আগেও চুরির অভিযোগ উঠেছে।
Comentários