top of page

হরিশ্চন্দ্রপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি চারজনকে

Updated: Sep 25, 2020

ছেলেধরা সন্দেহে চার ব্যক্তিকে গণপিটুনির অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিদের উদ্ধার করতে গেলে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় উত্তিজত জনতা বলে অভিযোগ। ঘটনাস্থলে নামানো হয় র‍্যাফ। পরে উত্তেজিত জনতার হাত থেকে ওই চার ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।



জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা এলাকায় চার ব্যক্তি ওষুধ ও তাবিজ বিক্রি করছিল। স্থানীয় বাসিন্দাদের ওই চার ব্যক্তিকে দেখে ছেলেধরা সন্দেহ হয়। সেই সন্দেহের জেরেই ওই চার ব্যক্তিকে গণপিটুনি দিতে থাকে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। অভিযোগ, ওই চার ব্যক্তিকে জনতার হাত থেকে ছাড়াতে গেলে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি মোতায়েনে ঘটনাস্থলে নামানো হয় র‍্যাফ। পরে ওই চার ব্যক্তিকে জনতার রোষ থেকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে এখনও মোতায়েন রয়েছে পুলিশবাহিনী।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page