মোবাইল চোর সন্দেহে গণপিটুনি, চাঞ্চল্য চাঁচলে
গণপ্রহার রুখতে বারবার এগিয়ে এসেছে পুলিশ প্রশাসন। সচেতনতা বাড়াতে একাধিকবার মাইকিং করা হয়েছে। তবু যেন গণপিটুনির ঘটনা কিছুতেই রোখা যাচ্ছে না। মোবাইল চোর সন্দেহে এক যুবককে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চাঁচলের হারোহাজরা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত যুবককে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে। এই ঘটনায় দশজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবকের পরিবারের লোকজন।
পরিবারের দাবি, এলাকারই একটি গ্রিল কারখানায় কাজ শিখতে শুরু করেছে তাঁদের ছেলে। খেলার ছলে মালিকের মোবাইল নেয় সে। পরে আবার সেই মোবাইলটি ফেরত দেয় ওই যুবক বলে দাবি পরিবারের। তারপরেও চোর সন্দেহে চুরির কথা স্বীকার করাতে চায় স্থানীয় কিছু বাসিন্দা। চুরির কথা স্বীকার না করায় হাত-পা বেঁধে চলে ব্যাপক মারধর।
চাঁচল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments