নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গণপিটুনি কিশোরকে
নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে কিশোরকে গাছে বেঁধে চলল গণপিটুনি। উদ্ধার করতে এসে বাঁধার মুখে পড়তে হয় পুলিশকেও। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এদিন দুপুরে সে শৌচকর্ম করতে আমবাগানে গিয়েছিল। অভিযোগ, আমবাগানের পাশে পুকুর পাড়ে একা পেয়ে ওই কিশোর তাকে টানাহেঁচড়া শুরু করে। হাত দিয়ে মুখ চেপে ধরে। কোনোরকমে কিশোরের হাত ছেড়ে পালিয়ে এসে বালিকা চিৎকার শুরু করলে ছুটে যায় স্থানীয় বাসিন্দারা। কিশোরকে ধরে একটি গাছের গুঁড়ির সঙ্গে বেঁধে মারধর করতে থাকে উত্তেজিত জনতা। খবর পেয়ে পুলিশ গিয়ে কিশোরকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু বাসিন্দাদের একাংশের বাধার মুখে পড়তে হয় পুলিশকেও। শেষ পর্যন্ত উত্তেজিত বাসিন্দাদের বুঝিয়ে ওই কিশোরকে উদ্ধার করে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Opmerkingen