সেঙ্গেল অভিযানের অবরোধ, আটকে একাধিক ট্রেন
top of page

সেঙ্গেল অভিযানের অবরোধ, আটকে একাধিক ট্রেন

পাঁচ দফা দাবি পূরণে বনধ সমর্থনে রাস্তায় নামল আদিবাসী সেঙ্গেল অভিযান। বনধের সমর্থনে আদিবাসী সেঙ্গেল অভিযানের সমর্থকরা আদিনা স্টেশনে রেল অবরোধ করেন। অবরোধের জেরে আটকে পড়ে একাধিক যাত্রীবাহী ট্রেন। ঘণ্টা দুয়েক ধরে চলে অবরোধ।


উল্লেখ্য, পাঁচ দফা দাবি আদায়ে বৃহস্পতিবার সাত রাজ্যে বনধ ডেকেছে আদিবাসী সেঙ্গেল অভিযান৷ সকাল হতেই বনধ সমর্থকরা রাস্তায় নেমে পড়েন। অবরোধ করা হয় আদিনা স্টেশনে। বনধ কর্মসূচিকে কেন্দ্র করে আদিনা স্টেশনে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ ও আরপিএফ৷ অবরোধের জেরে আটকে পড়ে শতাব্দী এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, কাটিহারগামী প্যাসেঞ্জার ও কাটিহার-পুরাতন মালদা প্যাসেঞ্জার।



আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ জোনের সভাপতি মোহন হাঁসদা জানান,

পাঁচটি দাবিতে আজ আমরা দেশের সাতটি রাজ্যে বনধ পালন করছি৷ একই দাবিতে এর আগেও আমরা আন্দোলন করেছি৷ কিন্তু কোনও কাজ হয়নি৷ ২০২৩ সালের মধ্যে এই পাঁচটি দাবি পূরণ না হলে আগামী অগাস্টের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য রেল ও রাস্তা অবরোধ করা হবে৷

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page