ফুলহর নদীতে ছাড়া হল ২৪ হাজার মাছের পোনা
top of page

ফুলহর নদীতে ছাড়া হল ২৪ হাজার মাছের পোনা

মৎস্য দফতরের উদ্যোগে, মৎস সঞ্চার প্রকল্পের মাধ্যমে শুক্রবার ফুলহর নদীতে ২৪ হাজার মাছের পোনা ছাড়া হয়।

উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, জেলা মৎস্য দফতরের আধিকারিক নীলোৎপল গোয়াল, মানিকচক ব্লকের বিডিও সুরজিৎ পন্ডিত সহ অন্যান্য প্রতিনিধিরা।



মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল জানান, গোটা জেলায় এক লক্ষ মাছের পোনা ছাড়া হবে। এর আগে মহানন্দা নদীর রামকৃষ্ণ মিশন ঘাটে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্‌বোধন করা হয়। আজ ‘মৎস্য সঞ্চার প্রকল্প’ এর মাধ্যমে ২৪ হাজার মাছের পোনা ছাড়া হয়। মাছের পোনাগুলি বংশবিস্তার করলে মৎস্যজীবীদের জীবিকা নির্বাহে অনেক সুবিধে হবে।

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page