স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে আক্রান্ত যুবক
স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করেছিল স্বামী। সেই ঘটনাকে কেন্দ্র করে আক্রান্ত হল স্বামী। অভিযোগ স্বামীর বাম চোখে চাকু ঢুকিয়ে দেয় প্রতিবেশী যুবক। মালদার মানিকচক থানার পুরাণি গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
অভিযোগ, প্রতিবেশী যুবক সাহেব শেখ আক্রান্ত যুবকের স্ত্রীকে কিছুদিন ধরেই উত্ত্যক্ত করছিল । সাহেবের বিরুদ্ধে ১ বছর আগে একটি মেলায় ওই গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছিল । বিষয়টি সেই সময় গ্রামের সালিশি সভায় মিটমাট হয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যের সময় ওই গৃহবধূ বাড়ির সামনেই বসেছিলেন। অভিযোগ, সেই সময় সাহেব গৃহবধূর হাত ধরে টানাটানি করতে থাকে। গৃহবধূটির চিৎকারে ছুটে আসে তার স্বামী । তিনি ঘটনার প্রতিবাদ করতেই তাঁর চোখে ছুরি ঢুকিয়ে দেয় সাহেব । তাঁদের চিৎকারে এলাকার মানুষ ছুটে এলে সাহেব ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। গৃহবধূর বাড়ির অন্যান্যরা ও প্রতিবেশীরা আক্রান্ত যুবককে উদ্ধার করে। তাঁকে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতাল এ নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ওই যুবক বাম চোখে গুরুতর আঘাত নিয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা যুবকটির দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা করছেন। এই বিষয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। মানিকচক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ভিডিয়োঃ কৃতাঙ্ক
Comments