চোলাই মদ নিধনে আবার সাফল্য আবগারি দপ্তরের
মালদার মানিকচকে চোলাই মদ নিধনে অভিযানে নামল আবগারি দপ্তর। মানিকচক পুলিশের সহযোগিতায় অভিযানে নেমে ব্যাপক সফলতা পেল আবগারি দপ্তর।মানিকচকের ডোম হাট, জোত পাট্টা, মান কুদ বাঁধে অভিযান চালিয়ে ব্যাপক পরিমাণ বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়। ব্যাপক ভাঙচুর চালানো হয় চোলাই মদ ও মহুয়া মদের ঠেক গুলি। বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল মানিকচকের এই সব এলাকায় ব্যাপক গজিয়ে উঠেছে চোলাই মদ ও মহুয়া মদের ঠেক। পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে মহুয়া ফলের সরবরাহ পেয়ে এই এলাকায় চোলাই মদের রমরমা বাজার। আবার এখান থেকে তৈরি হয়ে চোলাই মদ সরবরাহ হয় মালদার বিভিন্ন এলাকায়। এই ব্যাপারে এলাকা থেকে বারবার অভিযোগ আসতে থাকে মানিকচক পুলিশের কাছে। শেষমেশ নড়েচড়ে বসে প্রশাসন। গতকাল বিকেল থেকেই আবগারি দফতরের ডেপুটি কালেক্টর জ্যোতি কিশোর সরকার ,ওসি মনি কুমার তামান ও মানিকচক থানার পুলিশ নেমে পড়ে অভিযানে। তবে কত পরিমাণ বেআইনি চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে বা নষ্ট করা হয়েছে তার নির্দিষ্ট পরিমাণ এখনো জানানো হয়নি আবগারি দপ্তর এর তরফ থেকে ।তবে চোলাই মদ কাণ্ডে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি আবগারি দপ্তর।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments