যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, ধন্দে পরিবার
শোওয়ার ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মানিকচকে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে আত্মহত্যা তা নিয়ে ধন্দে রয়েছে পরিবারের লোকজন।
মৃত যুবকের নাম ফিটু চৌধুরি (২৫)। বাড়ি মানিকচকের লস্করপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ফিটু ব্যাঙ্গালোরে গাড়ি চালকের কাজ করতেন। সম্প্রতি তিনি বাড়ি ফিরে এসেছিলেন। গতকাল রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন ফিটু। রাতে খাওয়াদাওয়া করে ঘুমোতে যান ফিটু। আজ সকালে ডাকাডাকি করে সাড়া না মেলায় পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকে ফিটুর ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় মানিকচক থানার পুলিশ।
পরিবারের লোকদের দাবি, ফিটুর কারো সঙ্গে কোনো ঝামেলার কথা পরিবারের কারো জানা নেই। কী কারণে ফিটু আত্মহত্যা করল তা নিয়ে ধন্দে রয়েছেন পরিবারের লোকজনও। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments