Search
পরিসেবা না পেয়ে বিদ্যুৎ দফতরে বিক্ষোভ গ্রামবাসীদের
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 19, 2023
- 1 min read
বিদ্যুৎ পরিসেবা না পেয়ে মানিকচক বিদ্যুৎ দফতরে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মানিকচক এলাকায়। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ প্রদর্শন বন্ধ করে ক্ষিপ্ত গ্রামবাসীরা।

মানিকচক ব্লকের নূরপুর গ্রামপঞ্চায়েত এলাকার বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন ধরে লাগাতার বিদ্যুৎ বিভ্রাট নিয়ে নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। বারবার বিদ্যুৎ দফতরের আধিকারিকদের বিষয়টি জানানো হলেও দফতরের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে আজ শতাধিক ক্ষিপ্ত গ্রামবাসী মানিকচক বিদ্যুৎ দফতরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিদ্যুৎ দফতরের আধিকারিকরা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ প্রদর্শন বন্ধ করেন গ্রামবাসীরা। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ার দিয়েছেন বিক্ষোভকারীরা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments