দুল খুলতে না পেরে কান ছিঁড়ে নিয়ে পালাল দুষ্কৃতী
ছিনতাই করতে এসে কানের দুল খুলতে না পেরে কান ছিঁড়ে নিয়ে পালাল দুষ্কৃতীর দল। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মানিকচকের গোপালপুর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
গোপালপুর এলাকার বাসিন্দা নূরেসা বেওয়া (৬২)। তিনি ছেলেমেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল খাবার খাওয়ার পর ছেলে পাশের ঘরে শুয়ে পড়ে। নূরেসা বেওয়া মেয়ে রুলেখা বিবিকে (৪৫) নিয়ে পাশের ঘরে ঘুমিয়ে পড়েন। অভিযোগ, রাতে দুষ্কৃতীরা ছেলের ঘরের দরজার শিকল বাইরে থেকে বন্ধ করে দেয়। পরে জানালা দিয়ে মা-মেয়ের ঘরে ঢুকে মারধর করে কানের দুল ছিনিয়ে নেয়। রুলেখার ডান কানের দুল খুলতে না পারায় কান ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় এক দুষ্কৃতী। চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ছেলের ঘর খুলে ও মা-মেয়েকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা।
এই ঘটনায় এখনও পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি। তবে ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
[ আরও খবরঃ মেডিকেল চত্বরে হাতেনাতে ধৃত পকেট মার ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments