top of page

বাবার বকুনিতে অভিমানী কিশোরীর আত্মহত্যার চেষ্টা

বাবার বকুনি খেয়ে অভিমানে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা কিশোরীর৷বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মানিকচকের লবাদিত্যটোলায়৷অগ্নিদগ্ধ কিশোরী বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচকে।



পরিবার সূত্রে জানা গিয়েছে, বাবা তাকে খাবার গরম করতে বলেছিলেন

অগ্নিদগ্ধ কিশোরীর নাম জবা মণ্ডল (১৬)৷জবা মানিকচক হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী৷পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে জবার বাবা রাজু মণ্ডল তাকে খাবার গরম করতে বলেছিলেন৷সেই কাজ করতে রাজি না হওয়ায় জবাকে বকাবকি করেন তার বাবা। সেই অভিমানেই গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে জবা। স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page