নিষেধাজ্ঞার পরেও মজুত, মানিকচকে ফের উদ্ধার শব্দবাজি
বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল মানিকচক থানার পুলিশ। তবে এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
মানিকচক থানার আইসি অক্ষয় পালের নেতৃত্বে বুধবার রাতে মানিকচকের বিভিন্ন এলাকায় হানা দেয় পুলিশ একটি দল। মথুরাপুর সংলগ্ন এলাকায় একটি বাড়িতে শব্দবাজি লুকিয়ে রাখার খবর পেয়ে হানা দিয়ে প্রায় লক্ষাধিক টাকার শব্দবাজি উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দীপাবলিতে বিক্রি করার জন্য নিষিদ্ধ শব্দবাজিগুলি মজুত করা হয়েছিল। এই ঘটনায় কেউ গ্রেফতার না হলেও সুয়োমোটো মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
[ আরও খবরঃ জেলেদের জালে বিশাল আকৃতির গাঙ্গেয় ডলফিন ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments