top of page

ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত মানিকচক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

মালদা জেলা বামফ্রন্ট শ্রমিক সংগঠন এবং মানিকচক ব্লক বামফ্রন্ট কমিটির উদ্যোগে আবাস যোজনা সহ একাধিক ইস্যুতে ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার মানিকচকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বামফ্রন্টের নেতাকর্মীদের। অবশেষে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আবাস যোজনায় দুর্নীতি, মিড ডে মিলের কর্মীদের বেতন বৃদ্ধি, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ মোট ৮ দফা দাবিতে আজ মানিকচক ব্লকের বিডিওকে ডেপুটেশন প্রদান কর্মসূচি নেয় বামফ্রন্ট। মানিকচক হরেকৃষ্ণ কোঙার কার্যালয় থেকে কয়েক’শো কর্মী-সমর্থকরা ব্লক অফিসের দিকে এগোতে থাকে। ব্লক অফিসে ঢোকার মুখে পুলিশ মিছিল আটকে দেয়। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম নেতৃত্বরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা, মানিকচক ব্লক সিটু সম্পাদক শ্যামল বসাক, রত্না ভট্টাচার্য সহ অন্যান্য নেতাকর্মীরা। পরে সংগঠনের পক্ষ থেকে বিডিওকে স্মারকলিপি তুলে দেওয়া হয়।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page