Search
জলাশয় থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 29, 2021
- 1 min read
জলাশয় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মানিকচকের মথুরাপুর এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত ব্যক্তির নাম জিতেন মণ্ডল (৬৪)। স্থানীয় সূত্রে জানা গেছে, জিতেনবাবু গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছিল। আজ জলাশয় থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিতেনবাবু খুনের অভিযোগে সংশোধনাগারে বন্দি ছিলেন। মাসখানেক আগে সংশোধনাগারের তরফে দেওয়া প্যারোলে বাড়ি এসেছিলেন। এরই মধ্যে তাঁর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের গন্ধ পাচ্ছেন স্থানীয়দের একাংশ। তবে একাংশের অনুমান, মদ্যপ অবস্থায় জলে ডুবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
[ আরও খবরঃ পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের অস্তিত্ব নেই: সায়ন্তন ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments