top of page

রেল মন্ত্রকের উদ্যোগে স্টেশনে বিকোচ্ছে আমের প্রোডাক্ট

রেল মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী আজ থেকে ১৫ দিনের জন্য এক স্টেশন এক প্রোডাক্ট প্রকল্প চালু হল। মালদা রেলওয়ে ডিভিশনের অন্তর্গত মালদা টাউন স্টেশন ও ভাগলপুর স্টেশনে এই প্রকল্প দেখা যাবে।


এক স্টেশন এক প্রোডাক্ট প্রকল্পের মাধ্যমে বিভিন্ন এলাকার প্রসিদ্ধ ও জনপ্রিয় প্রোডাক্টগুলিকে স্টেশনের প্লাটফর্মে আগামী ১৫ দিনের জন্য বিক্রি করা হবে। রেলযাত্রীদের মধ্যে বিভিন্ন এলাকার প্রসিদ্ধ ও জনপ্রিয় প্রোডাক্টগুলিকে আরও বেশি করে প্রচারের জন্য এই উদ্যোগ নিয়েছে রেল মন্ত্রণালয়। মালদা রেলওয়ে ডিভিশনের সিনিয়র ডিসিএম পবন কুমার জানান, মালদা জেলার ক্ষেত্রে আমের এক ব্যবসায়ী ও ভাগলপুরের সিল্কের ক্ষেত্রে এক ব্যবসায়ীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। দুটি স্টেশনের এক নম্বর প্লাটফর্মে স্টলটি খোলা হয়েছে। আজ থেকে আগামী ১৫ দিনের জন্য এই স্টলগুলি খোলা থাকবে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page