কাজ শেষ না করেই পালাল মণ্ডপ শিল্পী, সমস্যায় পুজো উদ্যোক্তারা
- আমাদের মালদা ডিজিট্যাল

- Sep 13
- 1 min read
বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে। এরই মধ্যে মাথায় পড়ল মালদা শহরের একাধিক পুজো উদ্যোক্তাদের। দর্শনার্থীদের মন জয় করতে কলকাতার একটি ডেকোরেটর শিল্পীকে মণ্ডপ তৈরির বরাত দিয়েছিলেন। অভিযোগ, সেই কাজ শেষ না করেই পালিয়ে গিয়েছেন শিল্পী। ফোনেও পাওয়া যাচ্ছে না তাঁকে। অবশেষে উদ্যোক্তারা ওই শিল্পীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন৷ গোটা বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রীকেও অভিযোগ জানানোর প্রক্রিয়াও চলছে।
মালদা শহরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম বালুচর কল্যাণ সমিতি, দিলীপ স্মৃতি সংঘ, কৃষ্ণপল্লি কল্যাণ সংঘ, কুতুবপুর হিমালয় সংঘ ও বেলতলা ক্লাব। এই পুজো উদ্যোক্তাদের মণ্ডপ তৈরির বরাত পেয়েছিলেন কলকাতার শিল্পী সুদীপ্ত পাল। অভিযোগ, দিন পনেরো আগেই কাজ ছেড়ে পালিয়ে গিয়েছেন তিনি। তারপর থেকে তাঁকে আর ফোনেও পাওয়া যাচ্ছে না।

বালুচর কল্যাণ সমিতির সহকারী সম্পাদক গোপাল সাহা জানান, এবার আমরা যাকে প্যান্ডেল তৈরির বরাত দিয়েছিলাম সে নিজের পুরো টিম নিয়ে উধাও হয়ে গিয়েছে৷ এতে আমরা সমস্যায় পড়েছি৷ এই পরিস্থিতিতে আমরা মালদার স্থানীয় ডেকোরেটর শিল্পী নিয়ে মণ্ডপের কাজ করছি৷ আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা কাজ শেষ করতে পারব৷ আমরা ইতিমধ্যেই কলকাতার পলাতক ডেকোরেটর শিল্পীকে প্রায় ৬ লক্ষ টাকা দিয়েছি৷ বিষয়টি নিয়ে আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি৷
দিলীপ স্মৃতি সংঘের সম্পাদক সর্বজিৎ দাস জানান, মণ্ডপ নির্মাণের জন্য কলকাতার সুদীপ্ত পাল নামে এক ডেকোরেটর শিল্পীর সঙ্গে সাড়ে চার লক্ষ টাকার চুক্তি হয়৷ তার মধ্যে সাড়ে তিন লক্ষ টাকা আমরা ইতিমধ্যেই তাকে দেওয়া হয়েছে। কিন্তু ওই শিল্পী মণ্ডপ নির্মাণের কাজ শেষ না করে লেবার-মিস্ত্রি নিয়ে পালিয়ে গিয়েছে৷ এই ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments