top of page

৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারে চড়ে বসল যুবক

৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারে মানসিক ভারসাম্যহীন যুবক। প্রায় সাত ঘণ্টা পর তিন দফতরের যৌথ উদ্যোগে নামানো হল যুবককে। ঘটনাটি ঘটেছে গাজোলের পাণ্ডুয়ার ভান্ডারীপাড়া এলাকায়।


আজ ভোরে স্থানীয় বাসিন্দারা দেখতে পান এক যুবক হাইভোল্টেজ টাওয়ারের ওপর বসে রয়েছে। প্রথমে স্থানীয়রা তাঁকে বিদ্যুৎ দফতরের কর্মী মনে করেন। পরে বিষয়টি বুঝতে পারেন স্থানীয়রা। বারবার ওই যুবককে নেমে আসার জন্য অনুরোধ করা হলেও কোনও ফল মেলেনি। খবর দেওয়া হয় পুলিশ, দমকল ও বিদ্যুৎ দফতরে। পরে ওই টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দড়ি বেঁধে নামিয়ে আনা হয় ওই যুবককে। নেমে আসতেই ওই যুবক ইশারায় জানান, তিন দিন ধরে না খেয়ে রয়েছেন তিনি। তাঁকে খাবার খাওয়ান আধিকারিকরা।



গাজোল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম প্রভু হেমব্রম। বাড়ি পুরাতন মালদার সন্ন্যাসীদীঘি এলাকায়। ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে অনুমান পুলিশের।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page