জলাশয়ে মিলল যুবকের মৃতদেহ, খুনের অভিযোগ
বুধবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হরিশ্চন্দ্রপুরে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মৃতের নাম উত্তম সাহা (৪১)। বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের হরিশ্চন্দ্রপুর জিপির লখনু এলাকায়। পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন উত্তম। জানা গেছে, গতকাল সন্ধে ৬টা নাগাদ উত্তম সাহা কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সারা রাত পেরিয়ে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁর খোঁজ শুরু করে। আজ সকালে হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের সুলতাননগর জিপির মনোহরপুর গ্রামে একটি জলাশয়ে তাঁর মৃতদেহ ভাসতে দেখা যায়।
উত্তম সাহার স্ত্রী রুক্মিণী সাহা জানান, গতকাল কাজের সন্ধানে বেরিয়েছিল তাঁর স্বামী। তারপরে আর বাড়ি ফেরেনি। আজ সকালে খবর পেয়ে মনোহরপুর গ্রামে গিয়ে দেখতে পান জলাশয়ে তাঁর স্বামীর মৃতদেহ ভাসছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তম সাহার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে ওই ব্যক্তির মৃত্যুর হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রতীকী ছবি।
Comments