top of page

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

স্ত্রীকে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর। ঘটনাটি ঘটেছে চাঁচলের কাণ্ডারণ এলাকায়। বিবাদের জেরেই খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।


মৃত গৃহবধূর নাম মীরা সিং প্রামাণিক (৭)। বাড়ি চাঁচলের কাণ্ডারণ এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামী রাজেশ প্রামাণিকের সঙ্গে প্রায়শই ঝামেলা লেগে থাকত মীরাদেবীর। বুধবার দুপুর ফের তাঁদের মধ্যে বিবাদ বাধে। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কোপাতে থাকে রাজেশ। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন মীরাদেবীকে উদ্ধার করে সামসী গ্রামীণ হাসপাতালে ভরতি করেন। পরে তাঁকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানেই মৃত্যু হয় মীরাদেবীর।



চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, অভিযুক্ত স্বামী রাজেশ প্রামাণিক থানায় আত্মসমর্পণ করেছে। পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page