top of page

বাড়ি থেকে টাকা না আনায় স্ত্রীকে গলা টিপে খুন

বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানিকচকের নুরপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম মনোয়ারা বিবি (১৯)। জানা গেছে, ৯ মাস আগে মানোয়ারার সাথে বিয়ে হয় স্থানীয় মোহম্মদ রিংকুর। অভিযোগ, বিয়ের পর থেকেই রিংকুর তার স্ত্রী মানোয়ারার ওপর বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত। গত কয়েকদিন আগে মানোয়ারাকে বাবার বাড়ি থেকে ১০ হাজার টাকা আনতে বলে রিংকু। মানোয়ারা সেই ঘটনা বাবার বাড়ির লোকদের জানায়। আর্থিক অনটনে টাকা দিতে না পারায় মানোয়ারাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে পরিবারের লোকদের অভিযোগ।



মানিকচক থানার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

コメント


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page