চালকহীন বাসের ধাক্কায় আহত যুবক
সরকারি বাসের ধাক্কায় আহত যুবক। বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি অটোও। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য চাঁচলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে চাঁচল এনবিএসটিসি বাস ডিপো সংলগ্ন ৮১ নং জাতীয় সড়কে বাসটি বাদল মণ্ডল নামে সাইকেল আরোহীকে ধাক্কা মারে। সাইকেল পিষে দিয়ে পরে ধাক্কা মারে একটি অটোতেও। স্থানীয় বাসিন্দা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে বাদলবাবুর চিকিৎসা করান। তাঁর দাবি, চলন্ত বাস থেকে নেমে যায় ড্রাইভার। সম্ভবত নেশাগ্রস্ত থাকার কারণেই এই ঘটনা ঘটিয়েছে ওই বাসের চালক।
যদিও আহত যুবকের দাবি উড়িয়ে দিয়েছেন আইএনটিটিইউসির সম্পাদক গোলাম মর্তুজা। তিনি বলেন, বাসটিতে যাত্রী-চালক কেউই ছিলেন না। শর্ট সার্কিটের কারণে বাস স্টার্ট হয়ে যায়। এরপরেই এই ঘটনা ঘটে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments