স্বামীর হাত ধরে ছয় বছর পর বাড়ি ফিরলেন স্ত্রী
top of page

স্বামীর হাত ধরে ছয় বছর পর বাড়ি ফিরলেন স্ত্রী

দীর্ঘ ৬ বছর পর বাড়ি ফিরে গেলেন সুখিয়া বিবি৷ আজ মালদার সরকারি হোম থেকে স্বামীর সঙ্গে বাড়ি ফিরে যান তিনি৷ তাঁকে ফিরে পেয়ে আনন্দিত স্বামী ইসমাইল শেখও৷


সুখিয়া বিবির বাড়ি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের পাতলাটোলা গ্রামে৷ ইসমাইল শেখ পেশায় শ্রমিক৷ তাঁদের তিন ছেলে, তিন মেয়ে৷ সুখিয়া বিবি মানসিক ভারসাম্যহীন৷ মাঝেমধ্যেই বাড়ি থেকে চলে যেতেন তিনি৷ এভাবেই ২০১৪ সালে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান৷ আর ঘরে ফিরে যাননি৷ এদিকে ২০১৪ সালের ৩ মার্চ মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ এক মহিলাকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে তাঁকে মালদার সরকারি হোমে রেখে যায়৷ সেসময় তিনি নিজের নাম কিংবা পরিচয়, কিছুই বলতে পারছিলেন না৷ হোম থেকে সুখিয়া বিবিকে ভরতি করা হয় মালদা মেডিকেল কলেজে৷ দীর্ঘ চিকিৎসার পর তিনি খানিকটা সুস্থ হলেও নিজের পরিচয় সেভাবে বলতে পারছিলেন না৷ শেষ পর্যন্ত সম্প্রতি তাঁর পুরোনো কথা মনে পড়ে৷ হোম কর্তৃপক্ষ তাঁর বিষয়ে জানতে পেরেই যোগাযোগ করে রঘুনাথগঞ্জের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে৷ অবশেষে সেখানকার এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী সালোয়ার শেখ ইসমাইলের কাছে তাঁর স্ত্রীর খবর নিয়ে যান৷ আজ ইসমাইল মালদা সরকারি হোমে এসে স্ত্রীর দেখা পান৷ পরে সদর মহকুমাশাসকের মাধ্যমে তিনি স্ত্রীকে ঘরে ফিরিয়ে নিয়ে যান৷



ইসমাইল জানান, তাঁর স্ত্রী মানসিক ভারসাম্যহীন৷ মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেত৷এভাবেই ৬ বছর আগে বাড়ি থেকে বেরিয়ে যায়৷আর ঘরে ফেরেনি৷ অবশেষে দুদিন আগে তিনি স্ত্রীর সন্ধান পান৷ তারপরেই তিনি মালদা ছুটে আসেন৷ আজ স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পেরে তাঁর ভালো লাগছে৷ এদিকে মালদা জেলা সিডাব্লুউসি চেয়ারপার্সন চৈতালি ঘোষ সরকার বলেন, সুখিয়া বিবি নিজের বাড়ি ফিরে যেতে পারায় আমাদেরও ভালো লাগছে৷ এখন তিনি অনেকটাই সুস্থ৷ আশা করি তাঁর বাকি জীবনটা আনন্দে কাটবে৷

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page