top of page

ছেলেকে বিষ খাইয়ে আত্মহত্যা করলেন বাবা

Updated: Sep 30, 2020

অবশেষে গত ৩১ ডিসেম্বর রাতে এই কাণ্ড ঘটালেন আনন্দবাবু


মানসিক প্রতিবন্ধী ছেলেকে সামাল দিতে না পেরে ২০১৯ সালের শেষ দিনে জোর করে ছেলেকে বিষ খাইয়ে নিজেও বিষ পান করে আত্মঘাতী হলেন বাবা৷ নতুন বছরের প্রথম দিন মৃত্যু হয়েছে দুজনেরই। ঘটনাটি ঘটেছে গাজোলের মাঝরা গ্রামে।



মৃত ছেলে ও বাবার নাম সাধুচরণ বিশ্বাস (৩৯) ও আনন্দ বিশ্বাস (৭০)৷ বাড়ি গাজোলের মাঝরা গ্রামে৷ পরিবার সূত্রে জানা গেছে, ছোটো থেকেই সাধুচরণ মানসিক প্রতিবন্ধী ছিল৷ বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও সুস্থ করা যায়নি সাধুচরণকে৷ আনন্দবাবু ছেলেকে সামাল দিতে না পেরে ছেলেকে হত্যা করে নিজে আত্মহত্যার কথাও পরিবারের লোকদের জানিয়েছিলেন। অবশেষে গত ৩১ ডিসেম্বর রাতে সেই কাণ্ডই ঘটালেন আনন্দবাবু। দুজনের অসুস্থ বোধ করলে তাঁদের উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডিকেল কলেজে ভরতি করা হয়। রাতেই মৃত্যু হয় দুজনের।


গাজোল থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ দুটিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত অভিযোগ জমা পড়েনি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।


প্রতীকী ছবি।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page