ড্রাগসের নেশায় প্রাণ গেল যুবকের
ড্রাগসের নেশায় বাধা পেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক৷ ঘটনাটি ঘটেছে চাঁচলের পোদ্দার পাড়া এলাকায়।
মৃত যুবকের নাম তমাল পাল (২৪)৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ড্রাগের নেশায় আসক্ত ছিলেন তিনি৷ নেশার জন্য প্রায় প্রতিদিন পরিবারের লোকদের কাছে টাকা চাইতেন৷ প্রথমে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে না পরলেও পরে তাঁরা বিষয়টি জানতে পারেন। এরপরেই ছেলেকে নেশা থেকে ছাড়িয়ে আনতে লেগে পড়েন তাঁরা। তমালকে ঘরে আটকে রাখতে শুরু করেন পরিবারের লোকজন। নির্দিষ্ট সময়ে নেশা না করতে পেরে উত্তেজিত হয়ে পড়ত তমাল। এভাবেই চলতে থাকে কিছুদিন। অবশেষে আজ বাথরুম থেকে তমালের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন। তড়িঘড়ি তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
চাঁচল থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários