top of page

আফিম আঠা সহ যুবক গ্রেফতার

৫০০ গ্রাম আফিম আঠা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।


গতকাল রাতে মোথাবাড়ি থানার পুলিশ বাগমারা পেট্রোল পাম্পের কাছে হানা দিয়ে সাফিকুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তি কালিয়াচক থানার রাজনগর এলাকার বাসিন্দা। ধৃত ব্যক্তির হেপাজত থেকে উদ্ধার হয় ৫০০ গ্রাম আফিম (#Opium) আঠা। ধৃত ব্যক্তিকে সাত দিনের পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।



মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন



Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page