top of page

পিস্তল নিয়ে বিয়ে বাড়িতে, গ্রেফতার যুবক

বিয়ে বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ এক বিহারের যুবককে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।



ধৃত যুবকের নাম সঞ্জয় রজক (৩৫)। বাড়ি বিহারের আমদাবাদ থানার রঘুনাথপুর গ্ৰামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে বরযাত্রীদের সাথে তুলসিহাটার মাখনা কুইলপাড়া এলাকায় একটি বিয়ে বাড়িতে এসেছিল। সেই খবর পেয়ে পুলিশের একটি দল হানা দিয়ে ওই যুবককে গ্রেফতার করে। তার হেপাজত থেকে উদ্ধার হয় একটি ৭ মিলিমিটারের পিস্তল ও তাজা কার্তুজ। অভিযোগ, পিস্তলটি লোডেড ছিল।


আগ্নেয়াস্ত্র নিয়ে বিয়ে বাড়িতে আসার কারণ খুঁজছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতকে আজ পাঁচদিনের পুলিশি হেপাজতের আবেদনে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।


[ আরও খবরঃ মন্ত্রীর প্রতিশ্রুতির পরেও চাকরি মেলেনি বিস্ফোরণে মৃত শ্রমিক পরিবারে ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page