শহর থেকে গ্রেফতার ব্রাউন সুগার সহ এক যুবক
ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করল মালদা ক্রাইম মনিটরিং গ্রুপ। মঙ্গলবার সকালে মালদা শহরের রামনগর কাছারি এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তিকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধৃত যুবকের নাম সামাইল শেখ ওরফে মোতা (২৩)। বাড়ি কালিয়াচক থানার জালালপুর গ্রাম পঞ্চায়েতের বালুয়াচড়া গ্রামে। গোপনসূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে মালদা ক্রাইম মনিটরিং গ্রুপের অফিসার সত্যব্রত ভট্টাচার্যের নেতৃত্বে একটি দল হানা দেয় রামনগর কাছারি এলাকায়। হানা দিয়ে ৪০ গ্রাম ব্রাউন সুগার সহ যুবককে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্রাউন সুগার বিক্রি করার উদ্দেশ্যে রামনগর কাছারি এলাকায় ওই যুবক গিয়েছিল। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
Commentaires