top of page

গোপন ডেরা থেকে গ্রেপ্তার ব্রাউন সুগার সহ এক যুবক

শুক্রবার সকালে ইংরেজবাজার থানার সুস্থানী মোড় এলাকা থেকে ৬০ গ্রাম ব্রাউন সুগার (হেরোইন) সহ এক যুবককে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত যুবকের নাম কামাল শেখ। তাঁর বাড়ি ইংরেজবাজার থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মহদীপুর গ্রামে। আজ ধৃতকে তার গোপন ডেরা থেকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


গোপন ডেরা থেকে গ্রেপ্তার ব্রাউন সুগার সহ এক যুবক

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

תגובות


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page